chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্রাম সিএনজি-অটোরিক্সার গ্যাস ভর্তির অনুমতির দাবিতে মানববন্ধন (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী এলাকায় চালিত সিএনজি অটোরিক্সার জন্য চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা দিয়ে যাতায়াত  ও ফিলিং স্টেশন থেকে গ্যাস ভর্তি করার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বোয়ালখালীতে এক থেকে দেড় হাজার সিএনজি ও অটোরিক্সা প্রতিদিন রাস্তায় চলাচল করে। সিএনজি অটোরিক্সা চালক ও তাদের পরিবারের কথা ভেবে তাদের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা দিয়ে যাতায়াত  ও ফিলিং স্টেশন থেকে গ্যাস ভর্তি করার অনুমতি প্রদানের দাবি করেন।

মানববন্ধনে চট্টগ্রাম অটোরিকশা-অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারাণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে কাপ্তাই রাস্তার মাথা শাখার সেক্রেটারী আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাসান মোল্লাসহ আরো অনেকে।

ইনি/এসএএস/চখ

 

এই বিভাগের আরও খবর