chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ই-পাসপোর্ট চালু হচ্ছে আগামীকাল

এম.এ.মতিন, বিশেষ প্রতিনিধি

বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মনছুরাবাদ আগামীকাল আনুমানিক সকাল ১১.০০ টার সময় ৭ম ই-পাসপোর্ট কার্যক্রম অফিস উদ্বোধন হতে যাচ্ছে। তবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করতে তেমন কোন বিশেষ অতিথি আসছেনা বলে জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ। তিনি বলেন সারা বিশ্বে এখন কোভিড-১৯ তথা করোনা ভাইরাস আতংকে ভুগছে, অতিরিক্ত লোক সমাগম থেকে বিরত থাকতে প্রশাসন তৎপর যাতে ভাইরাস সংক্রমক ছড়াতে না পারে সে বিষয়টা খেয়াল রেখে উদ্বোধন কার্যক্রমটা ছোট পরিসরে করা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মনছুরাবাদ থেকে তোলা৷ ছবিঃ এম ফয়সাল এলাহী

পরিচালক মোঃ আবু সাঈদ এই প্রতিবেদককে বলেন, আমরা বেশ কিছুদিন যাবত ই-পাসপোর্টের যাবতীয় সরঞ্জামদি সংযোজন নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তবে ইতিমধ্যে এ প্রকল্পের কার্যক্রম অনেকটা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামীকালই ই-পাসপোর্টের কার্যক্রম চালু করতে পারবো। ১ম ই-পাসপোর্ট কার্যক্রম ঢাকায় উত্তরা এবং যাত্রাবাড়ি চালু হয়, পর্যায়ক্রমে গোপালগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ই-পাসপোর্ট সেবা চালু আছে।

এই বিভাগের আরও খবর