chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আটক হওয়ার পর প্রথমবার আদালতে সু চি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি আদালতে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিয়েছেন। সেনা অভ্যুত্থানের পর এই প্রথমবার আদালতে এলেন সু চি।

সূ চির আইনজীবী থৈ মং মাং-এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চিকে সোমবার (২৪ মে) বেশ সুস্থ মনে হয়েছে। শুনানি শুরু হওয়ার আগে আইনজীবী দলের সঙ্গে ৩০ মিনিটের মতো কথা বলেন তিনি।

সু চির আইনজীবী বলেছেন, তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।

এর আগে রোববার (২৩ মে) দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং বলেন, অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন। কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চিকে। এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর