chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের অভিযানে ​১৪ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর নাসিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

রোববার (২৩ মে) আদালত পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-১ এর আওতাধীন নাসিরাবাদস্থ হোটেল লর্ডস ইন ভবনের দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১৪ লাখ ৩৪ হাজার ৬৫৬ টাকা ভবন মালিকের পক্ষে এইচ এসবিসি ব্যাংক কর্তৃপক্ষ থেকে আদায় করা হয়।

একই অভিযানে চিটাগং শপিং কমপ্লেক্সের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া লাইসেন্স ফি বাবদ ১৯ হাজার ৮০ টাকা আদায় করা হয়।

এ ছাড়াও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশন বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলেও চসিকের পক্ষ থেকে জানানো হয়।

আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর