chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ৫ শ দুস্থ মানুষের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ: করোনা মোকাবেলায় দেশব্যাপী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।

মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার বেলা ১১ টায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর ব্যাবস্থাপনায় বানৌজা ভাটিয়ারীর তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এর মাদামবিবিরহাটস্থ পূর্ব খাদেমপাড়া, পশ্চিম খাদেম পাড়া, জাহানাবাদ, হাসনাবাদ, পূর্ব হাসনাবাদ এলাকার ৫০০ গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বন্দরটিলা, খেজুরতলা, ইপিজেড এলাকায় আরো দুুইশত পরিবারের মাঝে একই রকম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বানৌজা অধিনায়ক মোঃ নাসির।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর