chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, ৮ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলিয়াকাটা এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকিরের বাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এক সাইমা নামে ৭ বছরের এক শিশু। আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

শনিবার (২২ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

মৃত শিশু সাইমা পূর্ব পুঁইছুড়ি এলাকার মো. আমান উল্লার কন্যা। এ ঘটনায় বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিন (৪৮) নামে আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

এতে ক্ষতিগ্রস্থরা হলেন, আমিন শরীফের ছেলে আব্দুস ছত্তার, ইসলামের স্ত্রী সালেমা খাতুন, আবাদুস ছত্তারের ছেলে বাদশা ও বদিউল আলম,  কবির আহমদের ছেলে হাফেজ গিয়াস উদ্দিন,  আবুল বশরের ছেলে মুহাম্মদ জামাল উদ্দিন ও শকির আহমদ, রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, কবির আহমদের জয়নাল আবেদিন, জমির উদ্দিন ও মুজিবুর রহমান, আব্দুস সত্তারের ছেলে বেলাল উদ্দিন, রহিম উদ্দিন ও জসিম উদ্দিন, আমিন শরীফের ছেলে হাবীবুর রহমান, হাবীবুর রহমানের ছেলে হামিদুল আজম, সকির আহমদের ছেলে সেলিম উদ্দিন।

পুইঁছুড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম বলেন, শনিবার রাত পৌনে ১ টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লেগে ১৭ পরিবারের ৮টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নানার বাড়িতে বেড়াইতে আসা সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিন (৪৮) নামে আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অন্তত ৩০-৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে আমি সহ ৯-১০ জন এলাকাবাসী আহত হয়েছি।

বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুর রহমান জানান, পুইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে পৌছার আগেই ৮টি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম সদস্যরা পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অগ্নিকান্ডে সাইমা নামে এক শিশুকে নিহত অবস্থায় উদ্ধার করি। গুরুতর আহত অপর একজন বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিনকে উদ্ধার করে টিম সদস্যরা। আশংকাজনক অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর