chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি পিছুর মাথা এলাকায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মো. হোসেনের পুত্র ইমরান হোসেন সাঈদ (২০), মো. সেলিমের পুত্র মো. ইয়াছিন (১৯), মো. আব্দুল মালেকের পুত্র মো. ইমরান (১৯) ও মো. বাবরের পুত্র মো. আরিফ।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কমল মুন্সীর হাট থেকে ধলঘাট ইশ্বরখাইন গ্রামে যাওয়ার জন্য দেড়শত টাকায় একটি সিএনজি ভাড়া করে ছিনতাইকারীরা।

সিএনজিটি দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পিছুর মাথা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা চালককে মারধর করে গলায় শিকল পেছিয়ে টাকা ও সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় সিএনজি চালক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করলে পটিয়া থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে সাঈদ নামে এক ছিনতাইকারীকে আটক করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি ৩ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আরো দুই ছিনতাইকারী পলাতক রয়েছে বলে জানা গেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২টি চাইনিজ চুরি, ৪টি মোবাইল, ১টি লোহার শিকল উদ্ধার করে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

চখ/আরএস/এমআই

এই বিভাগের আরও খবর