chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চারদিনের রিমান্ডে বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল

ডেস্ক নিউজ: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

নাশকতার মামলায় গ্রেফতারের পর আজ শনিবার (২২ মে) বিকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আফজারুল হক টুটুল এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার মামলায় আদালতে ইনামুল হাসান ফারুকীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে র‌্যাব-৭।

ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী।

এছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।

চখ/আরএস/এমআই

এই বিভাগের আরও খবর