chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নেপালের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা, নভেম্বরে নতুন নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পার্লামেন্ট বিলুপ্ত করার  দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি। রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে এ ঘোষণা দেয়া হয়।

এ ছাড়াও ১২ই নভেম্বর প্রথম ধাপ ও ১৯শে নভেম্বর দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনের  তারিখ ঘোষণা দেয়া হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিংবা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা কেউই শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।

এদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্টেরে এমন  উদ্যোগ নেপালে নতুন রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর