chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চার সংসদীয় আসনে উপনির্বাচন জুলাইয়ে

ডেস্ক নিউজ: তিন সাংসদের মৃত্যু এবং এক সাংসদের সদস্যপদ শূন্য ঘোষণা করায় চারটি সংসদীয় আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে আটকে পড়া চার সংসদীয় আসনের উপনির্বাচন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, আগামী ২৪ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আসনগুলো হলো লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসন।

বুধবার বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। কমিশনের ৭৮তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, ‘শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচনের আয়োজন করবে। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।’

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মের কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

চখ/আরএস/এমআই

এই বিভাগের আরও খবর