chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোনো দলকে আমি ছোট করে দেখি না: মোস্তাফিজ

খেলা ডেস্ক: আইপিএল খেলে দেশে ফিরে দীর্ঘ সময় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। যার কারণে ঠিক মতো অনুশীলন করতে পারেননি তারা।

কিন্তু মাত্র দু’দিন অনুশীলন করে তারা কতটুকু নিজেদের মেলে ধরতে পারবেন? অনেক বড় প্রশ্ন হিসেবেই দেখা দিয়েছে ব্যাপারটা।

এ ব্যাপারে মোস্তাফিজ বলেন, আমি আইপিএলে থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে প্রায় ২৫ দিনে একটা প্র্যাক্টিস আর একটা ম্যাচ খেলেছি মাত্র। এখন জানি না, আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম।

‘তিনদিন সময় পাচ্ছি শুধু। কালকে তো (দলের সঙ্গে যোগ দেয়ার পর) প্র্যাকটিস করতে পারিনি, আজকে করলাম। আরও দুইদিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’

মোস্তাফিজ বলেন, ‘এদিকে ১৪ দিন (দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে) ওদিকে ৫ দিন (আইপিএল স্থগিত হওয়ার পর প্রায় বন্দী অবস্থা কাটানো)। টানা উনিশ দিন যদি কিছু না করি, রুমের ভেতর থাকি। টুকটাক যেগুলা করা যায় ওগুলা করে যদি প্রথম দিনেই কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি, আজকে প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে। কি বলে, বুঝতে পারতেসি না।’

শ্রীলঙ্কা দলকে প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন? মোস্তাফিজ জবাবে বললেন, ‘এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবে তারা কেউ ছোটখাটো না। আমার মনে হয় আমরা দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না। তবে দেশকে তো জেতাই লাগবে, না!’

যদিও ঘরের মাঠে নিজেরাই এগিয়ে থাকবেন বলে মন্তব্য করলেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘হোমে আমরা বেশি ম্যাচ জিতছি তো, অবশ্যই আমরা হোমে এগিয়ে থাকব।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর