chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হেফাজতের ৩ নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৯ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির বলেন, হেফাজত নেতা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব ও আজিজুল হক ইসলামাবাদীকে হাটহাজারীতে নাশকতার ঘটনায় দায়ের হওয়া ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শেষে তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত। এ তিন নেতাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজত কর্মীরা চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডব চালায়। এ ঘটনায় হাটহাজারী থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো জেলা পুলিশের পাশাপাশি পিবিআই এবং সিআইডি তদন্ত করছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর