chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সস্ত্রীক করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য।

মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় মীরা ভট্টাচার্যকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাড়িতেই চিকিতসাধীন আছে বুদ্ধদেব ভট্টাচার্য।   তার শরীরে অক্সিজেনের মাত্রা এখনও আশঙ্কাজনক নয়।

জানা যায়, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। করোনার রিপোর্ট পজেটিভ আসে তারও।

এদিকে ভারতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে একদিনে করোনা শনাক্ত কিছুটা কমেছে। এনিয়ে ভারতে মোট মোট মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর মোট শনাক্ত ২ কোটি ৫৪ লাখের বেশি। এর আগে মঙ্গলবার ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর