chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিস্তিনিদের জন্য ত্রাণের ট্রাক আটকে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণের প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার গাজার কেরেম শালোম সীমান্ত সাময়িকভাবে খুলে দেয় ইসরায়েল।
খুলে দেয়ার পরে কেরেম শালোম সীমান্ত দিয়ে বেশকিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।

এর কিচ্ছুক্ষণ পর ওই এলাকায় হামাসের মর্টার হামলার পর বন্ধ করে দেয়া হয় সীমান্ত।

এদিকে, গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছে ফ্রান্স। এই ইস্যুতে ভোটাভুটির ডাকও দিয়েছে দেশটি। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কার্যালয় থেকে একথা জানানো হয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় সাড়ে ৪শ ভবন সম্পূর্ণ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর