chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তীতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ এনে মামলা দায়ের ও গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এসময় বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত না করে দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী সাংবাদিকরা।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবি সিইউজের
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের বিক্ষোভ সমাবেশ । চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে তোলা ছবি। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনা ও সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদ উল আলম, সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো, সিইউজে নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু,সিইউজে সদস্য সুবল বড়ুয়া, প্রীতম দাশসহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, রিপোটার্স ফোরামসহ সব সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবি সিইউজের
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের বিক্ষোভ সমাবেশ । চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে তোলা ছবি। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

প্রসঙ্গত, করোনাকালে রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন।

১৭ মে সোমবার তিনি সচিবালয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়, পরে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রোজিনার জামিন আবেদন বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে একইদিন এ ঘটনার প্রতিবাদে ঢাকায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিভাগের সংবাদ সম্মেলন বয়কট করেছেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর