chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

টানা আট দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বাইডেন জানিয়েছেন, মিশরসহ অন্য দেশগুলোর সঙ্গে সংঘাত কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে, এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের আহ্বান বিষয়ক বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে মিশরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে একত্রে কাজ করবেন।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান সোমবার ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।  কয়েকদিনে ইসরায়েলি হামলায় ৬১ শিশুসহ ২১২ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সংঘাতে ইসরায়েলে মারা গেছে দুই শিশুসহ ১০ জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর