chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সচিবালয়ে আটকে রেখে থানায় নেওয়া হলো সাংবাদিক রোজিনা ইসলামকে

ডেস্ক নিউজ: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আটকে রাখা হয়েছে। সরকারি নথির ছবি তোলার অভিযোগ এনে তাকে আটকে রাখা হয়।

পরে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় রোজিনা ইসলামকে।

সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান।

সেখানে একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। এ সময় তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিকেলে সাংবাদিকেরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথির ছবি তোলার অভিযোগ এনে থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর