chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগ্রাবাদে ছোরাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেল সেন্ট মার্টিনের সামনে থেকে সাকিব নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৩ মে) রাতে ছোরাসহ তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ

ছোরাসহ এক যুবককে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, রাতে চলাফেরায় সন্দেহজনক হওয়ায় ছেলেটি ডাক দেন থানার টহল টিম।

এসময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে পকেট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

পকেটে ছোরা কেন প্রশ্ন করলে আটক সাকিব জানায়, কিছুদিন আগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তার এক বড় ভাই তাকে অপমান করে এবং থাপ্পড় মারে। প্রতিশোধ নিতে ওই বড় ভাইকে মারার জন্য সে পকেটে ছোরা নিয়ে ঘুরছিল বলে পুলিশকে জানায়।

তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সে পুলিশের জালে ধরা পড়েছে জানিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি মহসীন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...