chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯০, মৃত্যু ৩১

ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ২৯০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে।

এ ছাড়া আরও ৩১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৬ জনে দাঁড়ালো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৪ জন। মোট মৃত ৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩, বেসরকারি হাসপাতালে ৬ ও ২ জন বাসায় মারা যান।

২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৪২০টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন। সুস্থতার হার ৯২দ শমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ , চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৩, খুলনায় ১, রংপুরে ১, ময়মনসিংহে ১ এবং সিলেটে ৩ জন মারা গেছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর