chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলা কেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার পেল তিন শতাধিক মানুষ

করোনা মোকাবিলায় সচেতনতা বাড়ানোর আহ্বান বিজয় বসাকের

নিজস্ব প্রতিবেদক : দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে বাংলা কেয়ার ফাউন্ডেশন ও আমেরিকান প্রবাসী ফেরদৌসী রুবীর আর্থিক সহযোগিতায় এসব উপহার বিতরণ করা হয়। 

আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে বাংলাদেশের বন গবেষণা ইন্সটিটিউট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক।

করোনা মোকাবিলায় সকলকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যে মানুষটি এমন ভালো কাজ করছেন বিশেষ করে প্রবাসে বসেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি৷ আমরা চাই ফেরদৌসী রুমী ছাড়াও অন্য প্রবাসীরাও এমন ভালো কাজে এগিয়ে আসবেন।

উপহার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নগর ছাত্রলীগের সহ সভাপতি ও তরুণ সমাজ সেবক শাহীন মোল্লা।

এতে আরও উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, মো সাব্বির শাকিল, আমজাদ হোসেন বাবু, মো. তৈয়ব চৌধুরী, নাজিম উদ্দীন সাইফুল, রাকিব হোসেন প্রমুখ।

উল্লেখ, বাংলা কেয়ার ফাউন্ডেশন আমেরিকার কয়েকজন প্রবাসীর গড়া এ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা করে আসছেন।

চখ/আর এস