chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীর সড়কে একদিনে ঝরল ৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে একদিনে সড়কে ঝরেছে ৪ জনের প্রাণ। সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সাধনপুর ইউপির বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া উপজেলা সদরের জলদী স্পেশাল কাউন্টারের পার্শে ছমিউদ্দীন চৌধুরীর ঘাটা সামনে সকাল সাড়ে ১০ টার দিকে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন,বান্দরবন নাইক্ষ্যংছড়ি মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের ছেলে আব্দুর রহিম (২৫), চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার মো. আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তার কন্যা প্রিয়া মনি (৭)।

এতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. আরমান (৩০), আইয়ুব (২৮) জসীম উদ্দীন (২৪)।

অপর দিকে উপজেলা সদরের জলদী স্পেশাল কাউন্টারের পাশে ছমিউদ্দীন চৌধুরীর ঘাটা সামনে সকাল সাড়ে ১০ টার দিকে ট্রাকের ধাক্কায় পথচারী দুলাল চক্রবর্তী (৭০) নামের একজন নিহত হয়েছে। তিনি দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ডের অনঙ্গ মোহন চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় পৌনে ১ টার দিকে আনোয়ারা থেকে চকরিয়া পেকুয়া গামী সিএনজি অটোরিক্সার সঙ্গে চট্টগ্রামগামী সিমেন্ট পরিবহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় অটোরিক্সাচালকসহ আরও ২ যাত্রী আহত হয়েছেন।

বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ (আইসি) এস আই রাকিবুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সাধনপুর বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন, ঘাতক ট্রাক ২ টি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাটানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা-বাঁশখালী (সার্কেল) হুমায়ন কবীর।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর