chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় ১৩ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গহীন পাহাড়ে গড়ে উঠা চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৮ মে) দুপুর ১টা থেকে একটানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার দুর্গম পাহাড় থেকে পাচারের উদ্দ্যেশে মজুদ রাখা চোলাই মদসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহমদ ছফার ছেলে লিয়াকত (২৪) ও লিয়াকতের ভাই মো. আজগর আলী (২০), মৃত নবীর হোসেনের ছেলে নুর হোসেন (২১) এবং একই এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান আলী (১৯)।

আজ রবিবার (৯ মে) বিকেলে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকা ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার মাদক আস্তানায় অভিযান চালানো হয়। টানা ১০ ঘন্টা অভিযানে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ১২ হাজার ৮শ ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর