chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন ট্রান্সলেশন ফিচার যুক্ত করবে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউব। নতুন ট্রান্সলেশন ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয়তায় শীর্ষে থাকা অ্যাপসটি।

জানা গেছে, এই ফিচার খুব সহজে ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবহারকারীর মাতৃভাষায় অনুবাদ করে দেবে। এক্ষেত্রে কোনো ভিডিও ক্লিক করা হলে, সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে একটা পপ-আপ।

সেই পপ-আপ জানতে চাইবে যে ইউজার ভিডিওর সঙ্গে লেখা তথ্য অনুবাদ করতে চান কি না। এক্ষেত্রে অনুমতি দিয়ে নিজের ভাষাটি বেছে নিলেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এবং আর যা কিছু তথ্য সব বেছে নেয়া ভাষায় অনুবাদ হয়ে যাবে।

এই তথ্য প্রকাশ করেছে অ্যান্ড্রয়েড পুলিশ নামের একটি সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আপাতত এই ট্রান্সলেশন ফিচার নিয়ে টেস্টিংয়ের কাজ চলছে ইউটিউবে। যা অ্যাপ এবং ডেস্কটপ- এই দুই ভার্সনেই কার্যকর হবে।

আপাতত টেস্টিং পর্যায়ে এই ফিচার শুধুমাত্র ইংরেজি থেকে পর্তুগিজ ভাষায় তথ্য অনুবাদের কাজ হচ্ছে। টেস্টিং সফল হলে অন্য ভাষাও যুক্ত করা হবে বলে দাবি করেছে অ্যান্ড্রয়েড পুলিশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর