chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুসলমানদের সাথে নামাজ পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনের আথলোনে মুসলমানদের সঙ্গে মাগরিবের নামাজে অংশগ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

এর আগে মুসলমান রোজাদারদের সাথে ইফতারও করেছেন তিনি। বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যায় ইফতারের পর মাগরিবের নামাজে অংশ নেন তিনি।

দেশটির ছয় কোটি জনসংখ্যার মধ্যে তিন শতাংশ মুসলমান। ইফতারে দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় মুসলমানদের এগিয়ে আসার কথা স্মরণ করেন রামাফোসা। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মুসলমানদের সচেতনতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

মুসলিম কমিউনিটির এই ইফতারে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে মুসলমানদের অবদানের কথাও স্বীকার করেন রামাফোসা।

মুসলমানদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি জানি, বর্ণবাদবিরোধী আন্দোলনে এই সম্প্রদায়কে মারাত্মক খেসারত দিতে হয়েছে। কিন্তু তারপরেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। -খবর আনাদুলুর।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর