chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়ার চিকিৎসা হলো মুক্তি: ডা. জাফরুল্লাহ

ডেস্ক নিউজ: খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ।

‘তার চিকিৎসা হলো মুক্তি। খালেদা জিয়াকে মুক্তি দিলে তিনি কোথায় চিকিৎসা করবেন সেটা তার স্বাধীনতা।’

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না।’

‘সেজন্য আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করছি, ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেয়া হোক। তার কিছু হয়ে গেলে পরে আক্ষেপ করতে হবে।’

তিনি বলেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি খারাপ, মানুষের মুখে খাবার নেই। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের ভুল নীতি। গণপরিবহন চলছে না, অথচ প্রাইভেট গাড়ি চলছে।’

ঈদকে কেন্দ্র করে যেসব মানুষ বাড়ি যেতে চায় তাদেরকে করোনা পরীক্ষা করে পাঠানো উচিত বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ। না হলে গ্রামে-গঞ্জে আবারও করোনা ছড়িয়ে পড়বে বলে জানান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর