chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেন ২টা পর্যন্ত

ডেস্ক নিউজ: আগামীকাল (৬ মে) থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আজকেও লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। তবে ঈদ উপলক্ষে ব্যাংকে চাপ বাড়ায় এ সময় বাড়ানো হয়েছে।

আজ বুধবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এ ছাড়া ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর