chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিব একাই তিনজন!

খেলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছে মুমিনুল হকের দল। ফিরে আসার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারার পেছনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে না থাকা বড় কারণ বলে জানিয়েছেন টাইগার হেড কোচ।

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সাকিবের অভাবটা দারুণভাবে অনুভূত হয়েছে। তিনি একাই তিনজন। একজন ব্যাটসম্যান, একজন বোলার এবং একজন অলরাউন্ডার। তার অনুপস্থিতির কারণে যে অভাব তৈরি হয়েছিল, সে অভাবটা পূরণ হয়নি।’

ডোমিঙ্গো একই সঙ্গে জানিয়েছেন, করোনার প্রকোপ বাড়ন্ত হলেও তিনি ঢাকায় থেকে যাবেন। নিজ দেশে যাবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই ছুটিতে যাওয়ার বিষয়টা চিন্তা করবেন।

দলের বাজে পারফরম্যান্স নিয়ে রাসেল ডোমিঙ্গো মন্তব্য করেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। সুতরাং, সমালোচনা তো হবেই। এটাও পার্ট অব গেম। এগুলো মেনে নিতেই হবে।’

তবে ওয়ানডে সিরিজে সাকিব-মোস্তাফিজ ফিরলে দলের চেহারা অন্যরকম হবে বলে বিশ্বাস করেন তিনি। ডোমিঙ্গো বলেন, ‘হোমে সাকিব-মোস্তাফিজ আসলে আমরা অবশ্যই ভালো দল হবো এবং আশা করি সাফল্য পাবো বা ভালো ক্রিকেট খেলবো।’

অর্থাৎ সাকিব দলের সঙ্গে যুক্ত হলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, এটাই হলো ডোমিঙ্গোর প্রত্যাশা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর