chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন আহত হয়েছেন।

নিহত চিংড়ি ব্যবসায়ীর নাম  জয়নাল আবেদীন (৩৬)

রবিবার (২ মে)  রাত ৯টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত নুরুন্নবীর ছেলে।

আহত আলী আকবর (৩৮) একই ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার একই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ১০-১৫ জন বোরকা পরিধান করে সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের ওপর। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

এ সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরকেও গুলি করা হয়। এ সময় রিফাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

চমেকে রাত ১১টার দিকে জয়নাল আবেদীন মারা যান।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর