chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়তলীতে কায়সার হত্যা: ৩ সৎ ভাইসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক: নগরীর পাহাড়তলীতে মো. কায়সার আহম্মেদ (৪৭) নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ৩ জন কায়সারের সৎ ভাই।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (৪২), মো. শওকত আলী (৪৫), হাজী মো. আফসার উদ্দিন (৪৭), মো. রকিবুল আলম (২৬), মো. আরাফাত মিয়া প্রকাশ জিগার (২৪), ও মো. জহুরুল ইসলাম টিটু। এদের মধ্যে প্রথম তিনজন নিহতের সৎ ভাই।

আজ শনিবার পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, কায়সারের সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন যাবত জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। সৎ ভাই সাজ্জাদ ও খালাতো ভাই মো. রাকিব কায়সারের পরিবারের ক্ষতি করতে সব সময় পরামর্শ করতো।

হাসান ইমাম আরও বলেন, জায়গা-সম্পত্তি বিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে কায়সারকে সৎভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় অন্যান্য আসামিরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে আবদুল মোনাফের বাড়িতে মো. কায়সারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর