chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মধ্য রাতে উঠছে নিষেধাজ্ঞা : ইলিশ ধরতে অপেক্ষায় জেলেরা

বিভাগীয় খবর : সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদ-নদীতে মাছ ধরায় দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। কাঙ্খিত প্রহরের অপেক্ষায় আছেন বরিশাল ও চাঁদপুর জেলেরা।

নতুন স্বপ্ন নিয়ে শুক্রবার রাত ১২টার পর থেকেই নদীতে নামছে বরিশাল বিভাগের ৩ লক্ষাধিক জেলে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনার ষষ্ঠ অভায়াশ্রমেও মাছ ধরা শুরু করতে যাচ্ছে প্রায় ৮০ হাজার জেলে। অন্যদিকে সুদিনের অপেক্ষার প্রহর গুনছেন চাঁদপুরের সরকার নিবন্ধিত ৫১ হাজার জেলে।

করোনায় ঋণগ্রস্ত জেলেরা নদীতে নামার অপেক্ষায় ব্যস্ত। ইলিশ ধরাকে কেন্দ্র করে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল গণমাধ্যমকে বলেন, দুমাসের নিষেধাজ্ঞার পর আজ রাত থেকে নদীতে নামবেন জেলেরা। তবে আগেও কিছু অসাধু জেলে জাটকা ধরেছেন। এরপরও আমরা আশাবাদী, নদীতে প্রচুর ইলিশ রয়েছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ রক্ষায় অন্যান্য অভয়াশ্রমের মত ৬ষ্ঠ অভয়াশ্রমেও টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিল।

মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ৬ষ্ঠ অভয়াশ্রমে ৬৭২টি অভিযানে ১৭৩টি মোবাইলকোর্ট ৭২৩ জনের বিভিন্ন মেয়াদে জেল ও ১৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর