chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১, প্রাইভেটকার জব্দ

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজা ও ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ জামাল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৬ টার সময় উপজেলার ফৌজদারহাট এলাকার বাংলাবাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

পূর্ব পাশের রাস্তায় চেক পোস্টের মাধ্যমে তল্লাশি করে প্রাইভেটকারের পিছনে ডালার ভিতর দুইটি বস্তা হতে ১৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল রাউজান থানার ডাবুয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

র‌্যাব-৭ চট্টগ্রাম জানায়, সে দীর্ঘ দিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।

তার কাছ থেকে উদ্ধারকৃত প্রাইভেটকারটি দাম প্রায় ২০ লাখ টাকা। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর