chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির ভর্তি আবেদনের সময় বাড়ল আরো এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টাকা জমা দেওয়া যাবে ৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আজ (২৯ এপ্রিল) সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে গত ১২ এপ্রিল বেলা ১১টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। তবে করোনার কারণে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্ভারজনিত ত্রুটির জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে।

এবারের পরীক্ষা সশরীরে ক্যাম্পাসে মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর