chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কলেজ ছাত্রীর মৃত্যুর তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ : রাজধানীর গুলশানে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্ত চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বুধবার দুপুরে তার ধানমণ্ডির বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে, যেই অপরাধী হোক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে।

হেফাজতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুখে অরাজনৈতিক সংগঠনের কথা বললেও হেফাজতের ইসলামের রাজনৈতিক দুরভিসন্ধি ছিলো।’ হেফাজতের গঠনতন্ত্রে কোনও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার কথা থাকলেও তারা মাঝেমধ্যেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর