chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় সাবেক বুয়েট উপাচার্য এএসএম সফিউল্লাহর মৃত্যু

ডেস্ক নিউজ : করোনায়  আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক সফিউল্লাহ ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) পড়াশোনা শেষে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হন। তিনি বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ছিলেন।

২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বুয়েটের উপাচার্য এবং পরে তিনি বেসরকারি আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর