chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মে’র প্রথম সপ্তাহেই আসবে ২১ লাখ ডোজ টিকা

ডেস্ক নিউজ: চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহেই করোনার ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রবিবার (২৫ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যম কর্মীদের তিনি এ তথ্য জানান।

ডা. খুরশীদ আলম জানান, মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা আমরা পাচ্ছি। এর মধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।

তিনি বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও চলবে।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর