chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বিশেষ অভিযান চালিয়ে সুফিয়ান ও ইসমাইল নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি বিএমএ গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিলউদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটক দুজনের মধ্যে মো. আবু সুফিয়ান নগরীর চান্দগাঁও থানার ৬ নম্বর ওয়ার্ড সিরাজ কন্ট্রাক্টরের বাড়ির আবদুস সালামের ছেলে এবং মো. ইসমাইল হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কাঞ্চনপুর ইউনিয়নের মো. কালু মিয়ার ছেলে বলে জানা গেছে।

মাদকসহ দুজনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সহকারী পরিচালক মিডিয়া মো. আনোয়ার হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে কয়েকজন মাদক কারবারি প্রবেশ করছে গোপন খবরে বিএমএ গেট এলাকায় বিশেষ তল্লাশী চেক পোস্ট বসানো হয়।

এসময় প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১১-৬৯৮৭) গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকে দিয়ে তল্লাশি করলে গাড়িটি থেকে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয় এবং পরে দুজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর