chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের ভ্রাম্যমাণ আদালত: ১৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : লকডাউন ও পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর চকবাজার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট মুদি, মাংস, মুরগী ও মাছসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করেন।

এ ছাড়া আদালত চকবাজার সিরাজুদ্দৌলা রোড, বাদুরতলা ও চট্টেশ্বরী এলাকায় করোনা ভাইরাস রোধে জনসাধরনকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন ও মাস্ক বিতরণ করেন।

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং করোনাভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ১৩ জন জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ৬শত টাকা জরিমান আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর