chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একজন আরেকজনের পাশে না দাঁড়ালে বিপদ বাড়বে: নাছির

নিজস্ব প্রতিবেদক: বর্তমান পরিস্থিতিতে একজন আরেকজনের পাশে না দাঁড়ালে বিপদ বাড়বে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন

তিনি বলেন, ‘কর্ম, ব্যাবসা বাণিজ্য, উৎপাদন ও আমদানি রফতানি প্রায় বন্ধ রয়েছে। চারদিকে সংকট ও বিপদগ্রস্ত মানুষের হাহাকার। এমন অবস্থায় সহযোগিতা ও সহায়তার মনোভাব নিয়ে একজন আরেকজনের পাশে না দাঁড়ালে চলমান বিপদ বাড়বে বৈ কমবে না।’

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) নগরের পাঁচলাইশের বেসরকারি প্রতিষ্ঠান মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কর্মহীন নারী-পুরুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, মানুষ এখন চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। কোভিড ১৯ এর মহাদুর্যোগের কারণে সবার কর্ম ও আয় রোজগার কমে গেছে।

‘এ অবস্থায় এলাকার গরিব, বিত্তহীন ও মধ্যবিত্ত পরিবার এবং আর্থিকভাবে সংকটে পড়া মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করতে হবে অর্থ-বিত্তশালীদের।’

সাবেক সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস প্রকৃতিগত একটি বৈশ্বিক মহামারি। পুরো বিশ্বের মানুষ আজ এ ভাইরাসের কারণে বিপদগ্রস্ত।

তিনি এলাকার বিপদগ্রস্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য মাতৃভূমি ফাউন্ডেশনের নেতাদের অভিনন্দন জানান।

মাতৃভূমি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম বাপ্পী বলেন, করোনা ভাইরাস মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে দিয়েছে। আজ মানুষ আর্থিক ও শারীরিক দুটি সমস্যাতেই জর্জরিত। এলাকায় দারিদ্র্যের হার দ্রুত বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিনযাপন করছেন।

‘মানুষের এ সমস্যা ও সংকটকে বিবেচনায় রেখে মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ২০২০ সালের মার্চ থেকেই কোভিড-১৯ সচেতনতামূলক কার্যক্রম ও ত্রাণ বিতরণ করে আসছি।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর