chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৩৫০ কৃষক

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলায় প্রান্তিক কৃষকদের আউশ প্রণোদনা ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মাঠে ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনসহ নেতৃবৃদ উপস্থিত ছিলেন।

প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এম ও পি দিয়ে ৩৩ শতক জমিতে ফসল উৎপাদন করতে পারেন বলে জানিয়েছেন কৃষি অফিসার আতিক উল্লাহ।

তিনি বলেন, বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫০জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান করার হয়। বোয়ালখালী পৌরসভায় ৫০জন, পোপাদিয়া ইউনিয়ন ২৫জন, সারোয়াতলী ইউনিয়ন ৫০জন, শাকপুরা ইউনিয়ন ৪০জন, চরণদ্বীপ ইউনিয়ন ২৫জন, কধুরখীল ৪৫জন, পশ্চিম গোমদন্ডী ৪০জন, আহলা কড়লডেঙ্গা ২৫জন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ২৫জন, আমুচিয়া ইউনিয়ন ২৫জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর