chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা কেড়ে নিল আরও ১৪ হাজার প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড গোটা বিশ্ব। প্রতিদিন ভাইরাসটি আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ হাজার ৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে অচেনা ভাইরাসটি। একই সময়ে আরও ৮ লাখ ৮৯ হাজার ৩১৯ জনের দেহে মহামারি এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩০ লাখ ৭১ হাজার ৬২৫ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৬৯ জন।

এমনকি বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ২৬ লাখ ৬ হাজার ২৩৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৩ হাজার ৩৩০ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ২ হাজার ৫১ জনের দেহে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ৪৩৪ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪০৬ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৬৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ১৩২ জন।

মহামারি করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এখন পর্যন্ত দেশে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

এই বিভাগের আরও খবর