chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার গ্রেফতার হলেন হেফাজত নেতা কোরবান আলী কাসেমী

চট্টলা ডেস্ক : ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তার বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিবও।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, মাওলানা কোরবান আলীকে বাসাবো থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

এর আগে গ্রেফতার এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন হেফাজত নেতারা। গতকাল দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার অনুরোধ জানিয়েছিলেন তারা।

জবাবে কাউকে গনগ্রেফতার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার ঠেকানো সম্ভব হয়নি কাসেমীর। আজ ডিবি পুলিশের হাতেই তিনি গ্রেফতার হলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...