chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেড থেকে আড়াই হাজার ইয়াবাসহ দুজন আটক

চট্টলা নিউজ : চট্টগ্রাম নগরীর ইপেজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) বিকেল পৌণে ৬টার সময় ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইটস্থ জসিম সওদাগরের বিল্ডিং সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ আজিজ (২৬) ও নুরুল মোস্তফা (২৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ।

ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...