chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডাকাতির প্রস্তুতিকালে ছুরি,তলোয়ার ও কুড়ালসহ আটক ৬

চট্টলা নিউজ : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিছ কুড়াল, ১টি তলোয়ার, ১টি টিপ ছুরি ও ১টি লোহার ছুরি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাত সোয় ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, মো. শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমীন প্রকাশ আমিন প্রকাশ সুমন (২৪), মো. শহিদুল আলম সানি প্রকাশ সানি (৩১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।

তথ্যটি নিশ্চিত করেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত। তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য আসে পলোগ্রাউন্ড এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন ব্যাক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছুরি তলোয়ার ও কুড়ালসহ ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতিসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে জানিয়ে এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় পৃথক আরো দুটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...