chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই: মুমিনুল

খেলা ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সিরিজের ম্যাচ দুটি খেলতে শ্রীলঙ্কা গিয়েছেন মুমিনুলরা।

যেখানে ২০১৭ সালের সফরে একটি টেস্ট জিতে ফিরেছিল বাংলাদেশ। ফলে স্বাভাবিকভাবেই ধারাবাহিকতা ধরে রাখার প্রসঙ্গ চলেই আসে। তার ওপরে সাম্প্রতিক সময়ের বাজে ফলাফল ভুলিয়ে ভালো কিছু করার একটা চাপও রয়েছে বাংলাদেশ দলের।

তবে দলের অধিনায়ক মুমিনুল হকের ভাবনা আবার ভিন্ন। তার মতে, দলের ওপর কোনো চাপ নেই। তিনি নিজে ব্যক্তিগত পারফরম্যান্সে কিংবা দলগত পারফরম্যান্সের কারণে কোনো চাপ দেখেন না। বরং অতীত ভুলে গিয়ে প্রক্রিয়া ঠিক রেখে জয়ের বটিকাই যেন দিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন, আমি কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে।’

‘আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি, ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রক্রিয়া ঠিক থাকে, পাঁচ দিন ভালো খেলি, ইনশাআল্লাহ জয় পাব।’

অধিনায়ক যতই বলুক না কেন চাপ নেই, বাংলাদেশ ক্রিকেটে চাপা গুঞ্জন রয়েছে শ্রীলঙ্কা সফরের পর দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।

শুধু তাই নয়, অধিনায়ক মুমিনুলের বিষয়েও নতুন করে ভাবনার ফিসফাসও শোনা গেছে অনেক। তবে এসব বিষয়ে এখন ভাবতে রাজি নন মুমিনুল।

তার কথা, ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে। ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

‘আমি আসলে এসব নিয়েই চিন্তিত। এর বাইরের বিষয়গুলো নিয়ে ভাবছি না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয়, এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর