chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় আরও ৯১ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ হাজার

ডেস্ক নিউজ: গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৯১ জন মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী ভাইরাসটি।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জনে। এ ছাড়া নতুন করে ৪ হাজার ৫৫৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

আজ (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্যা অধিদফতর। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হন চার হাজার ২১৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর