chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আরো ৮ মৃত্যু, পজিটিভ ৩৪৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত একদিনে ১৫৫৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৪৭ জনের পজিটিভ। এর মধ্যে মহানগরের ২৬৩ জন এবং ভিবিন্ন উপজেলার ৮৪ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৩২ নমুনা পরীক্ষা করে ৫৮ জনের পজিটিভ। মহানগরে ১৯ জন, ৩৯ জন উপজেলার। বিআইটিআইডিতে টি ৪২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৬১ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৫২ জন। বিভিন্ন উপজেলায় ৯ টি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩৭ জন, উপজেলায় ১৩ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) তে ১৭১ টি নমুনা পরীক্ষায় ২৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১২ টি, উপজেলায় ১১ টি। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৬ নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩১ জন, ভিবিন্ন উপজেলার ১ জন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৭ নমুনা পরীক্ষায় ৬৬ জন পজিটিভ, নগরে ৬০ জন, উপজেলায় ৬ জন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২ টি নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ। মহানগরে ২০ জন এবং উপজেলায় ৬ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৫০ টি নমুনা পরীক্ষায় ৩১ জন পজিটিভ। মহানগরে ২৯ জন, উপজেলায় ২ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ৪ জন, সাতকানিয়া ৪ জন, বাঁশখালী ২ জন, চন্দনাইশ ২ জন,  পটিয়া ৯ জন, বোয়ালখালী ৬ জন, রাঙ্গুনিয়া ৭ জন, রাউজান ১২ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুন্ডে ৩ জন, মিরসরাই ৩ জন, সদ্বীপ ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৭ হাজার ৪৭৪ জনে। এর মধ্যে মহানগরীতে ৩৮ হাজার ১৮৮ জন, উপজেলায় ৯ হাজার ৩৮৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৮ জন, মোট ৪৭২ জন। মহানগরীতে ৩৫০ জন, বিভিন্ন উপজেলায় ১২২  জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর