chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: দেশে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড গড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ১১২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এটিই বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

টানা চারদিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হলো দেশে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।

আজ সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...