chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোজা রেখেছেন উইলিয়ামসন-ওয়ার্নার!

খেলা ডেস্ক: বিশ্বের অনেক মুসলিম ক্রিকেটারই নিয়মিত ধর্ম-কর্ম পালন করে থাকেন। রোজা রাখাও তাদের জন্য স্বাভাবিক ঘটনা। তবে মুসলিম ক্রিকেটারদের দেখাদেখি অন্য ধর্মালম্বীদের রোজা রাখার নজির নেই খুব একটা।

এবার আইপিএলে সেটিই করলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ক্রিকেটার কেইন উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নার। রশিদ খান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমানদের দেখাদেখি রোজা রেখেছেন দলের এ দুই বিশ্ব তারকাও।

রোববার (১৮ এপ্রিল) রাতে আফগান লেগস্পিনার রশিদ খানের আপলোডকৃত একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে এই খবর। যেখানে ইফতারের টেবিলে বসে ওয়ার্নার ও উইলিয়ামসনদের রোজা রাখার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করছিলেন রশিদ।

ভিডিওতে দেখা যায় ওয়ার্নারকে রশিদ জিজ্ঞেস করছেন, ‘ডেভিড, আজকে তোমার রোজা কেমন গেলো?’ উত্তরে ওয়ার্নার বলেন, ‘খুব ভালো। তবে এখন খুব তৃষ্ণা পেয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে। আমার গলা একদম শুকিয়ে গেছে।’

উইলিয়ামসনকেও একই প্রশ্ন করেন রশিদ। উত্তরে কিউই অধিনায়ক বলেন, ‘আমারও খুব ভালো লাগছে।’ প্রসঙ্গত, উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম একজন মুসলিম। তাই ইসলামের এসব ধর্মীয় বিষয় সম্পর্কে আগে থেকেই ধারণা রয়েছে তার।

পরে ভিডিওর শেষে রশিদ খান বলেন, ‘এ দুই কিংবদন্তি আজকে রোজা ছিলেন। ইফতারের টেবিলে তাদেরকে দেখে সত্যিই ভালো লাগছে।’ তখন পাশ থেকে ওয়ার্নার বলেন, ‘(রোজা রাখান) কঠিন, সত্যিই অনেক কঠিন।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর