chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিডিএফ ও ফটোশপের জনক মারা গেছেন

ডেস্ক নিউজ : সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

চার্লস গ্যাসকি ১৯৮২ সালে এডোবির প্রতিষ্ঠা করেন। পোর্টেবল ডকুমেন্ট ফরমেট বা পিডিএফ উদ্ভাবনেও সহায়তা করেন তিনি।

এ বিষয়ে এডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তানু নারায়ন বলেছেন, ডেস্কটপ প্রকাশনায় তিনি বিপ্লব এনে দিয়েছেন। তার মৃত্যু পুরো এডোবি পরিবার ও প্রযুক্তি শিল্পের জন্য বড় ক্ষতি।

তিনি আরও বলেন, গ্যাসকি ও জন ওয়ারনক এমন সফটওয়্যার উদ্ভাবন করছেন, যা সবকিছু বদলে দিয়েছে। মানুষের যোগাযোগের ক্ষেত্রে যা বিপ্লবী ভূমিকা রেখেছে। পিডিএফ, অ্যাকরোব্যাট, ইল্লাসট্রেটর, প্রিমিয়ার প্রো ও ফটোশপের মতো সফটওয়্যার উদ্ভাবনে তারা ভূমিকা রেখেছেন।

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গ্যাসকি ও ওয়ারনককে জাতীয় প্রযুক্তি মেডেল দেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর