chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওমানের সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার তিন প্রবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

গত রবিবার সকাল দশটায় সালালাহ হতে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ পুলিশ উদ্ধার করে সালালাহ একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ(৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার(৪৫)।

প্রবাসী টেলিভিশনের ওমান প্রতিনিধি মুজাহিদ বিন আলী জানান,নিহতরা মাস্কাট মডার্ণ রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এল এল সি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা রাজাধানী থেকে ১ হাজার কিলো মিটার দূরে সালালাহ নামক অপর এক সিটিতে পর্দার কাজ করতে এক সপ্তাহ পূর্বে গিয়েছিলেস। কাজ শেষ করে ভোর সকালে মাস্কাটে ফিরছিলেন। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে সড়কে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতদের মধ্যে গাড়ির চালক জাহেদ আমার আপন ভাগিনা ‘

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে পুলিশ লাশ উদ্ধার করে সালালা‘র একটি হাসপাতালের মর্গে রেখেছেন। কাল সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

এ ঘটনায় ওমানে বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাঙ্গুনিয়ার বাসিন্দা ওমান প্রবাসী মোজাহিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে সালাউদ্দিন ছিলেন খুবই সাংগঠনিক ব্যক্তি। দেশে ও ওমানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর